পয়গাম২৪.কমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সাহস, উদ্যম ও গর্বিত কর্মের একটি বছর পেরিয়ে এসেছি আমরা। আমাদের জন্য এ এক অভূতপূর্ব, মুগ্ধকর, অভাবনীয় উৎসাহব্যঞ্জক এবং অনুপ্রেরণাদায়ী মুহূর্ত। প্রথম বর্ষপূর্তির এই শুভদিনে আমরা আমাদের সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষকবৃন্দকে জানাই শ্রদ্ধা- ও বিনয়াবনত শুভেচ্ছা; অমলিন অকুণ্ঠ ভালোবাসা।
এই একটি বছরে আমরা নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছি। জনবল ও উপকরণের স্বল্পতা এবং অসংখ্য প্রতিকূলতা সত্ত্বেও আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছি। সত্যের সাথে মানবতার পয়গাম স্লোগানকে ধারন করে পথচলার যে অঙ্গীকার আমরা করেছিলাম, তা পালন করার চেষ্টায় আমাদের সচেতন কোনো ঘাটতি ছিল না।
দেশে-বিদেশের অসংখ্য পাঠকের সমর্থন ও ভালোবাসায় আপ্লুত ও অভিভূত হয়েছি। অবশ্যই আগামীতে আমাদের দায়িত্ব আরও অনেক বেড়ে গেছে। এই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা প্রতিদিন আরও নিখুঁত ও নিষ্ঠার সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের সুদৃষ্টি, সমালোচনা ও ভালোবাসাই আমাদের পথচলার পাথেয়।