পশ্চিম তীরে গুলিবিদ্ধ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি সামরিক বাহিনীর হত্যাযজ্ঞের শিকার আরও এক ফিলিস্তিনি। রোববার (৯ এপ্রিল) দখলকৃত পশ্চিম তীরে তার জানাজা-দাফনে অংশ নেন হাজার-হাজার মানুষ। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০ বছর বয়সী এই যুবকের নাম আয়েদ সালিম। বিবৃতি অনুসারে, ইহুদি সেনাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতেই তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের সাফাই- সেনাবহরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিলো একদল ক্ষুব্ধ মানুষ। তাদের দমাতেই ছোড়া হয় গুলি।

চলতি বছরের প্রথম তিন মাসেই ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারালেন ১০০’র কাছাকাছি ফিলিস্তিনি। অন্যদিকে, নানা নাশকতায় এবছর ১৭ ইহুদির মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে হত্যাকাণ্ড হলো যখন আল-আকসা প্রাঙ্গণ ঘিরে তুঙ্গে উত্তেজনা।

রোববারও ইস্টার সানডে ও পাসওভারের মতো ধর্মীয় অনুষ্ঠানগুলো ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। মোতায়েন ছিলেন দু’হাজারের বেশি ইহুদি নিরাপত্তা সদস্য।