পশ্চিম তীরে ৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী প্রায় ৪ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ২৪ ডিসেম্বর, রোববার ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব (পিপিসি) এই তথ্য জানিয়েছে। পিপিসি উল্লেখ করেছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে পশ্চিম তীরে কমপক্ষে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পিপিসি এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের বন্দী ও সাবেক বন্দী বিষয়ক কমিশন এক যৌথ বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।

নিউজ ওয়েবসাইট আল আরাবি আল জাদিদকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সিহাম আবু আয়াশ নামে একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে। হেবরনের নিকটবর্তী শহর বেইত উমমারে তার বাড়িতে অভিযান চালানোর পরে তাকে গ্রেপ্তার করা হয়। 

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-3475134183317930&output=html&h=280&adk=616384336&adf=1485242181&pi=t.aa~a.3120504144~i.6~rp.4&w=635&fwrn=4&fwrnh=100&lmt=1703514094&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2273758854&ad_type=text_image&format=635×280&url=https%3A%2F%2Fwww.bangla.24livenewspaper.com%2Fpost-122423&ea=0&fwr=0&pra=3&rh=159&rw=635&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTIwLjAuNjA5OS4xMTEiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90X0EgQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyMC4wLjYwOTkuMTExIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTIwLjAuNjA5OS4xMTEiXV0sMF0.&dt=1703514102331&bpp=1&bdt=6512&idt=1&shv=r20231207&mjsv=m202312070101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dff46d85f9c7f4b57-22618ee3e9db0061%3AT%3D1678261263%3ART%3D1703514079%3AS%3DALNI_Map0SiHtk0bbHGFSEpbSnTHm4kU-g&gpic=UID%3D00000bd4879818a9%3AT%3D1678261263%3ART%3D1703514079%3AS%3DALNI_MZQDkYesUGvJ_ICCJ1dxQiylRRQ9Q&prev_fmts=0x0&nras=2&correlator=4210150766631&frm=20&pv=1&ga_vid=600003041.1678261263&ga_sid=1703514097&ga_hid=669285555&ga_fc=1&u_tz=360&u_his=6&u_h=720&u_w=1280&u_ah=672&u_aw=1280&u_cd=24&u_sd=1.5&dmc=8&adx=147&ady=1550&biw=1263&bih=585&scr_x=0&scr_y=300&eid=44759876%2C44759927%2C31079759%2C31079980%2C31080113%2C95320885%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=2963552581013776&tmod=1255925392&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bangla.24livenewspaper.com%2Fworld&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C672%2C1280%2C585&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&psd=W251bGwsbnVsbCwicHJlcGVyaW9kIiwxXQ..&nt=1&ifi=10&uci=a!a&btvi=1&fsb=1&dtd=6

সূত্রটি বলেছে, আবু আয়াশ এবং তার পরিবারকে লাঞ্ছিত করার পাশাপাশি বাড়ির মালামাল তছনছ করা হয়। তার মোবাইল ফোন ও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। 

শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে নাবলুস, বেথলেহেম, জেনিন, হেবরন এবং তুলকারম প্রদেশে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে।  

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে একদিকে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হচ্ছে, অপরদিকে অধিকৃত পশ্চিম তীরে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। গাজায় এ পর্যন্ত ২০ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৮ হাজারের বেশি শিশু রয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা বাড়িয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) ২২ ডিসেম্বর, শুক্রবার জানিয়েছে, ৭ অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ইসরায়েলিরা ২৯০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

সূত্র: দ্য নিউ আরব