পাকিস্তানে পানিসংকট চরমে : জাতিসংঘ

জাতিসংঘের পানি, পরিবেশ এবং স্বাস্থ্য ইনস্টিটিউটে প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তান এবং অন্যান্য ২২টি দেশে চরম পানি নিরাপত্তাহীনতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ডনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। —খবর এএনআই।

বৃহস্পতিবার ইউএন ইউনিভার্সিটি প্রকাশিত বিশ্ব পানি নিরাপত্তা-২০২৩ সমীক্ষায় বলা হয়েছে যে, তিনটি ভিন্ন ভৌগোলিক অঞ্চলের ৩৩টি দেশে উচ্চস্তরের পানি নিরাপত্তা রয়েছে। পক্ষান্তরে উল্লেখযোগ্য দেশসহ প্রায় সব অঞ্চলেই নিম্নস্তরের পানি নিরাপত্তা রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জাতিসংঘের পানি বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত বিশ্বের পানিসম্পদের সাম্প্রতিকতম মূল্যায়নে প্রকাশ করা হয়েছে যে, পরিচালিত পানীয়জল এবং স্যানিটেশনের সুবিধা এখনো অর্ধেকেরও বেশি মানুষের জন্য একটি স্বপ্ন। কেননা বিশ্ব জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি বা ৫.৫ বিলিয়ন লোকের নিরাপদ পানির সুযোগ নেই, আফ্রিকা অঞ্চলের জনসংখ্যার মাত্র ১৫ শতাংশের সর্বনিম্ন স্তরের পানীয় সুবিধার সুযোগ রয়েছে। প্রতিবেদনটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে চার জনের মধ্যে তিন জনই পানি-অরক্ষিত দেশগুলোতে বাস করছেন। এছাড়া পানি-সম্পর্কিত বিপর্যয়ের চেয়ে নিরাপদ পানীয়জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) পরিষেবার অভাবে বেশি লোক মারা যায়।