খাগড়াছড়ির গুইমারাতে ৬ বিঘা জমিতে গোপনে চাষ করা গাঁজা ক্ষেত ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলার চৌধুরী পাড়ার দুর্গম জঙ্গলে দুই একর জমিতে চাষ করা গাঁজা ক্ষেতে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে অংশ নেয়।
ইউএনও রাজীব চৌধুরী জানান, গাঁজা ক্ষেতটি দুর্গম এবং গহীন বনে হওয়ায় কে বা কারা চাষ করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আমরা প্রকৃত দোষীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, দুই একর জমিতে প্রায় ১০ হাজার কেজি গাঁজা চাষ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়। এর বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। গাঁজা চাষীকে শনাক্ত করার চেষ্টা করছি। শনাক্ত করতে পারলে নিয়মিত মামলা দায়ের করা হবে।