শুক্রবার দুপুর থেকে শনিবার রাত পর্যন্ত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, অর্থডক্স ক্রিসমাসের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়পর্বে রাশিয়ার সেনা কোনোরকম আক্রমণ চালাবে না। গোলাগুলি বন্ধ থাকবে।ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধে একাজ করেছেন পুতিন। বস্তুত, পুতিন নিজেও জানিয়েছেন, কিরিল বলার পরেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।রাশিয়ার সময় শুক্রবার বেলা ১২টা থেকে শনিবার রাত রাত ১২টা পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে রাশিয়া জানিয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর সার্বিকভাবে এই প্রথম কোনোপক্ষ যুদ্ধবরিতি ঘোষণা করল।পুতিনের আহ্বানে সারা দেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, এ-ও এক ধরনের কৌশল। যুদ্ধবিরতির নাম করে রাশিয়ার সেনাকে ইউক্রেনের আরো বেশ কিছু জায়গায় ঢুকিয়ে দিতে চাইছেন পুতিন।
বস্তুত, ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে এখনো রাশিয়ার সেনা আছে। বিশেষত পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে বিপুল পরিমাণ রাশিয়ার সেনা এলাকা দখল করে রেখেছে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার এই প্রস্তাব তখনই গ্রহণ করা যবে যখন রাশিয়ার সেনা ইউক্রেন ছেড়ে চলে যাবে।এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)