প্রখ্যাত আলেমে দ্বীন ও শায়খুল হাদিস মাওলানা লোকমান মাযহারীর আম্মার জানাযা সম্পন্ন

পয়গাম ডেস্ক :

আপডেট: ১১ ডিসেম্বর ২০২২

১১ ডিসেম্বর ২২ রোজ রবিবার সকাল ১০টায় নিজ বাড়ির মাদরাসা “জামিয়া ইসলামিয়া যয়নুল উলুম” সংলগ্ন ময়দানে মরহুমার জানাযার নামায অনুষ্ঠিত হয়। নামাযের ইমামতি করেন মরহুমার ছোট ছেলে মাওলানা লোকমান মাযহারী। 

জানাযায় উপস্থিত হয়েছিলেন মরহুমার আত্মীয়-স্বজন এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম : উজানীর পীর সাহেব মাওলানা ফজলে এলাহী, পীর সাহেব মাওলানা আশেক এলাহী, মাওলানা মাহবুব এলাহী মুহতামিম উজানী মাদরাসা, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আবু হানিফ মুহতামিম কচুয়া মাদরাসা,প্রধান  মুফতী আবু সাঈদ সাহেব ফরিদাবাদ মাদরাসা পীর সাহেব (ফুলছোয়া),হযরত বেলাল রহ. একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শামছুল আরেফিন খান সাদী, মাওলানা যোবায়ের আশরাফ কাসেমী, মাওলানা শামছুল ইসলাম জিলানীসহ ঢাকাস্থ ও স্হানীয় উলামায়ে কেরাম ছিলেন। 

উল্লেখ্য : ইমামে রাব্বানী শাইখ হযরত রশীদ আহমদ গাংগূহী রহ. থেকে ইলমে তাসাউফ অর্জনকারী, অনুসরণীয় ব্যক্তিত্ব কুতবুল আলম হযরত মাওলানা ক্বারী ইব্রাহীম রহ. -এর  মেঝো ছেলে হযরত মাওলানা শামছুল হক রহ. এর চতুর্থ কন্যা (উজানীর ক্বারী সাহেব রহঃ নাতনী),উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মাযহারুল হক রহ. এর সহধর্মিণী এবং শায়খুল হাদীস মাওলানা ইমরান মাযহারী ও মাওলানা লোকমান মাযহারীর আম্মাজান। মৃত্যুকালে তাঁর বয়স ৯০ হয়েছিল বলে জানা যায়।  

তিনি অত্যন্ত অতিথিপরায়ণ ছিলেন। তার আতিথিয়েতা গ্রহণ করেছেন দেশবরেণ্য শীর্ষ উলামায়ে কেরাম, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: খতিবে আযম সিদ্দীকে আহমদ রহ., মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমী রহঃ, খতিব ওবায়দুল হক রহ., পীরজী হুজুর রহ., শায়খুল হাদীস আজিজুল হক রহ.,শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী রহ., আল্লামা নুর হোসাইন কাসেমী রহ. প্রমুখ উলামায়ে কেরাম।