পয়গাম ডেস্ক:
গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
তবে, কী কারণে এই বিস্ফোরণ তা নিশ্চিত করেনি কেউ। যদিও স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস ও বংশাল থানা থেকে বলা হয়েছ যে, এসি থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন জানান, যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন আমরা বেশ দূরে ছিলাম। দূর থেকে শব্দ ভেসে আসে। মনে হয়েছিল, গাড়ির টিউব-টায়ার ফেটে গেছে। কিন্তু পরে চারদিকে ধোঁয়ায় ভরে গেল। দেখলাম, চারদিকে মানুষ ছোটাছুটি করছে। ইটের টুকরা, পলেস্তারা, কাঠের টুকরা বিছিয়ে আছে রাস্তায়। ঝুলে আছে ইন্টারনেট ও বিভিন্ন সংযোগের তার।
এক ভ্যানচালক বলেন, যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন আমি কাছেই ছিলাম। অল্পের জন্য যেন বেঁচে গেছি। মনে হচ্ছিল—আমার ভ্যান যেন হাওয়ায় ভাসছে।
উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিসের সদস্য আজাদ সন্ধ্যা ছয়টার দিকে বলেন, আমরা বহু আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এসি ও ট্রান্সফরমারের বিস্ফোরণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
এক প্রশ্নে তিনি আরও বলেন, কোনটি আগে বিস্ফোরিত হয়েছে, তা এখনই বলা সম্ভব না। তা ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা, তাও আমরা জানি না। অফিসিয়ালি আপনাদেরকে আমাদের কর্মকর্তারা জানাবেন।
স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন জানান, এতো বড় বিস্ফোরণ দশটি এসিতেও সম্ভব না। একজনের দাবি- ট্রান্সফরমারের বিস্ফোরণের পর এসি বিস্ফোরণ হতে পারে।
আবার অন্যের দাবি, এসির পর ট্রান্সফরমারের বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে।