প্রথম তারাবির নামাজে মসজিদে মুসল্লিদের ঢল

পবিত্র মাহে রমজানের প্রথম তারাবিতে রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোয় মুসল্লিদের ঢল নেমেছে। বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরাও।

রমজানের চাঁদ আকাশে উঁকি দিলে ওইদিন রাত থেকেই শুরু হয় তারাবির নামাজ। এবারও বৃহস্পতিবার (২৩ মার্চ) চাঁদ দেখা দিলে এশার আজানের পরপরই দলে দলে মুসল্লিরা ছুটে আসতে শুরু করেন মসজিদে। ফলে প্রথম তারাবির দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের ভেতরে ও উত্তর-দক্ষিণ প্রাঙ্গণ পর্যন্ত ভরে যায় মুসল্লিতে। পরে রাত সোয়া ৮টার দিকে শুরু হয় এশার জামাত।

মুসল্লিরা বলছেন, পবিত্র মাহে রমজান এসেছে। তাই প্রথম তারাবির নামাজ পড়তে এসেছি। এক বছর পর মসজিদে তারাবির নামাজ পড়তে এসে খুবই ভালো লাগছে। তারাবি জামাতের সঙ্গে পড়তে পারব, এ জন্য আমরা খুবই আনন্দিত। আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) প্রথম রোজা রাখব, ইনশাআল্লাহ।

এর আগে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়, দেশে রমজানের চাঁদ দেখা গেছে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রমজানের চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে, পবিত্র রমজান মাসে খতমে তারাবি পড়ার সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। গত মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়