ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি চাইনিজ কুড়াল, ১টি রামদা, লোহার রড, চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ ওই ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বগাইলগামী একটি ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- ভাঙ্গার আতাদী গ্রামের খোকা শেখের ছেলে রুবেল শেখ (৩৫), একই উপজেলার হাজরাহাটি গ্রামের সেকুম খয়রাতীর ছেলে কালাচান খয়রাতী (২১), পূর্ব হাসামদিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জসিম (৩২), পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া (২৫), ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩০) ও গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের তৈয়দুল শেখের ছেলে মামুন (৩০)।
গ্রেপ্তার হওয়া আসামীদের বিরুদ্ধে ভাঙ্গা গোলচত্ত্বরসহ থানাটির বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে ওসি ছাড়াও থানাটির সেকেন্ড অফিসার এসআই গোলাম মোন্তাছীর মারুফ সহ থানাটির পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।