ফিলিপাইনে গভর্নরসহ ৬ জনকে গুলি করে হত্যা

ফিলিপাইনে অজ্ঞাত বন্দুকধারীরা একজন প্রাদেশিক গভর্নরসহ ৬ জনকে গুলি করে হত্যা করেছে। শনিবার (৪ মার্চ) সকালে দেশের মধ্যাঞ্চলের নিগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকধারীদের আটক করতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। খবর আল জাজিরা।পুলিশ জানায়, সন্দেহভাজন ছয়জন ব্যক্তি রাইফেল বহন করে । এরা সশস্ত্র বাহিনীর পোশাকের মতো ইউনিফর্মে পরেপামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং গুলি চালায়।

নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের নিহত গভর্নর রোয়েল দেগামো স্ত্রী জেনিস দেগামো জানান, তিনি (রোয়েল দেগামো) এবং আরও পাঁচজন গুলিতে নিহত হয়েছে। জেনিস প্যামপ্লোনার মেয়র । তিনি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেন, “গভর্নর দেগামো এই ধরণের মৃত্যুর যোগ্য ছিলেন না। তিনি শনিবার তার নির্বাচনী এলাকার কাজ করছিলেন।”

৫৬ বছর বয়সী দেগামো ফিলিপাইনের রাজনীতিবিদদের উপর হামলার দীর্ঘ ইতিহাসে টার্গেট করা সর্বশেষ ব্যক্তি।

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের রাজনৈতিক মিত্র ছিলেন দেগামো। এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কোস এবং তার হত্যাকারীদের দ্রুত বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন।