ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (১৮ ফেব্রুয়ারি) দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে এ তথ্য জানিয়েছে।

জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘পূর্ব সাগরে (জাপান সাগরে) একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ’

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া দেওয়ার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার।এর আগেই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশ।

জাপানের কোস্টগার্ডও জানিয়েছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

চলতি বছরের ১ জানুয়ারির পর উত্তর কোরিয়ার এটি প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ মহড়া নিয়ে হুমকি দেয় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উং।

গত বছর রেকর্ড সংখ্যাক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। এর মধ্যে ছিল আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা কিনা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

শনিবারের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি রাজধানী পিয়ংইয়ংয়ের পার্শ্ববর্তী সুনান এলাকা থেকে ছোঁড়া হয়। সুনানেই পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত, এখান থেকেই উত্তর কোরিয়া তার সাম্প্রতিক আন্তমহাদেশীয় পরীক্ষাগুলো চালিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া দেওয়ার ঘোষণা দেওয়ার পরই উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি দেয়। তারা জানায়, মহড়া দেওয়া হলে ‘অভাবনীয়’ ব্যবস্থা নেওয়া হবে।     

উত্তর কোরিয়া অভিযোগ করেছে, এ বছর ২০টি মহড়া দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া। যার মধ্যে থাকবে বড় স্থল মহড়া। তারা বলেছে, ‘শয়তানি-ভরা ক্রিমিনালরা ইচ্ছেকৃতভাবে এ অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্টে এসব মহড়া দেবে। ’