একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ করেছি এটা ঠিক। এর মধ্য দিয়ে আবার দেখা যায় মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কীভাবে বোমা বানাবে, জঙ্গিবাদ করবে, সেগুলো দেখায়। এগুলো যদি আড়ি না পাতা যায় আমরা জঙ্গিবাদ-সন্ত্রাস দমন করব কীভাবে?’
বৃহস্পতিবার ২১ তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের তথ্য আমরা পাব কীভাবে? কাজেই আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আড়িপাতা নিয়েও অনেকে কথা বলেন। কারণ টা কি। ঠিক কোন রহস্যের কথা বলবেন যেটা সরকার শুনে ফেললে সমস্যা হবে। সরকার শুনে না। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো রোধ করার জন্য যেটুকু করার সেটুকুই করে। তার বেশি কিছু করে না। আর এটা আইনসিদ্ধ বলেই করা যায়। এটা সব দেশে আছে।