প্রয়োজন পড়লে আগামীতে ঢাকা ও এর আশেপাশের এলাকায় লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন খরচের সঙ্গে বিদ্যুৎ বিলের সমন্বয় করতে হবে।
আজ শুক্রবার (১০ মে) রাজধানীর বারিধারায় সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন খরচের সঙ্গে বিদ্যুৎ বিলের সমন্বয় করতে হবে।গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বছরে চারবার সমন্বয় করা হবে বলেও এসময় জানান নসরুল হামিদ।
তিনি আরও বলেন, বাসাবাড়ির গ্যাসে নয়, পাওয়ার প্লান্টে ব্যবহারের গ্যাসের দাম, ডলারের দামের সঙ্গে সমন্বয় করা হবে।