বড় পরিবর্তন আসছে হজ ব্যবস্থাপনায়

সরকার এখন থেকে আলাদা ‘হেলথ প্রোফাইল’ তৈরি করবে নিবন্ধন করা প্রত্যেক হজযাত্রীর জন্য।

এতে সংশ্লিষ্ট হজযাত্রীর রোগ ও চিকিৎসা সম্পর্কিত সব ধরনের তথ্য থাকবে এবং এ সমস্ত তথ্য পাওয়া যাবে অনলাইনে।

বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট চিকিৎসকরা ওই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবেন।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, আমূল পরিবর্তন আনা হচ্ছে তথ্য ও প্রযুক্তির সমন্বয়ে হজ এবং ওমরাহ ব্যবস্থাপনায়।

সৌদি আরবে সংশ্লিষ্ট হজযাত্রীর তাৎক্ষণিক অবস্থান ও সার্বিক তথ্য জানা যাবে বাংলাদেশে বসেই।

আগামী ১৭-১৯ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ সংক্রান্ত যাবতীয় নতুন তথ্য জাতিকে জানাতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী জাতীয় হজ-ওমরাহ সম্মেলন।

এই সম্মেলনের প্রথম দিন সকাল ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্মেলনে আলোচনা সভা, সেমিনার এবং হজ ও ওমরাহ মেলা থাকবে।

মেলায় কয়েক শ স্টলে এজেন্সি মালিকরা নিজ নিজ এজেন্সির সুযোগ-সুবিধা সংবলিত হজ ও ওমরাহ প্যাকেজ প্রকাশ করবেন যাতে করে মেলায় তাৎক্ষণিক নিবন্ধন করে হজ ও ওমরায় যেতে আগ্রহী ব্যক্তিরা সুবিধামতো প্যাকেজ বুকিং দিয়ে রাখতে পারে।