বর্ষীয়ান আলেম সৈয়দ আব্দুন নূরকে দেখতে হাসপাতালে গেলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বর্ষীয়ান আলেমে দ্বীন ও শিক্ষাবিদ সৈয়দ আব্দুন নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। আজ ২৭ জানুয়ারি (শনিবার) সকাল দশটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আব্দুন নূরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

১৯৪১ সালে সুনামগঞ্জের জগন্নাথপুরের জন্মগ্রহণ করা সৈয়দ আব্দুন নূর দেশের অন্যতম নিভৃতচারী আলেমে দ্বীন। অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ এ আলেম জমিয়তের রাজনীতিতেও ছিলেন বেশ সক্রিয়।তিনি ১৯৬৮ সালে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সেক্রেটারি হিসেবে এক বছর দায়িত্ব পালন করেন।  বর্তমানে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা। 

বার্ধক্যজনিত নানাবিধ রোগে বেশ কিছুদিন ধরেই সৈয়দ আব্দুন নূর অসুস্থ। আজ তার শারীরিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ের খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে গেলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও জমিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসা মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন- মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসেমী-সিনিয়র মুহাদ্দিস জামেয়া দারুল হাদিস সৈয়দপুর, হাফিজ মাওলানা সৈয়দ সালিম আহমদ কাসেমী- সাবেক সাংগঠনিক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর, হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ- সাধারণ সম্পাদক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে, কাউসার আহমাদ সাধারণ সম্পাদক ছাত্র জমিয়ত বাংলাদেশ৷

উল্লেখ্য: বর্ষীয়ান আলেম  সৈয়দ আব্দুন নূর যেসব ইসলামী ব্যক্তিত্বের সাথে রাজনীতি করেছেন তাঁরা হলেন- ক্বায়িদুল উলামা আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া রাহ. আল্লামা শায়খ রিয়াছত আলী রাহ. চখরিয়া, মাওলানা ইবরাহীম চতুলী রাহ. আল্লামা মুশাহিদ আহমদ বায়মপুরী রাহ, মাওলানা বশির উদ্দিন রাহ. শায়খে বাঘা, মুজাহিদে মিল্লাত  মাওলানা শামসুদ্দিন কাসেমী রাহ., (বাল্যকালের বন্ধু) মাওলানা মুহিউদ্দিন খান রাহ, সম্পাদক মাসিক মদিনা, ডক্টর মর্তুজা চৌধুরী রাহ., পীর মুহসিন উদ্দিন দুদু মিয়া রাহ. মুহিউসসুন্নাহ মাওলানা ফখরুদ্দিন রাহ. গলমুকাপনী, শায়েখ মাওলানা আব্দুল হক গাজীনগরী রাহ., বাবায়ে জমিয়ত মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রাহ., মাওলানা শফিকুল হক্ব আকুনী রাহ., মাওলানা নুরউদ্দিন আহমদ গহরপুরী রাহ., মাওলানা আমিন উদ্দিন শায়খে কাতিয়া রাহ. মাওলানা মুছিউর রহমান সাদী রাহ., মাওলানা মাহমুদ আলী মনিরগাতী রাহ., শায়খ ওয়ারিছ উদ্দিন হাজিপুরী রাহ, মাওলানা ইসকন্দর আলী রাহ. রুক্কা প্রমুখ।