বাংলাদেশকে ধন্যবাদ জানালো রাশিয়া

জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং মস্কোকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে উত্থাপিত প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘে প্রস্তাবটি পাস হয়। ইউক্রেনের উপর মস্কোর আক্রমণের বর্ষপূর্তিতে রাশিয়াকে হামলা বন্ধ এবং প্রতিবেশী দেশ থেকে সেনা প্রত্যাহারের জন্য প্রস্তাবটি সাধারণ পরিষদে উত্থাপন করা হয়।

কিন্তু বাংলাদেশ জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেনশান’ তথা ভোটদানে বিরত ছিল। এক টুইট বার্তায় এমন পদক্ষেপের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ঢাকায় নিযুক্ত রাশিয়ায় দূতাবাস।

জাতিসংঘভুক্ত ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে, বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ ৩২টি দেশ এ প্রস্তাবে ভোটদান থেকে নিজেদের বিরত রাখে। আর, প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ সাতটি দেশ।