বাংলাদেশি শ্রমিক নেয়া বন্ধ করছে মালয়েশিয়া

শুক্রবার (৩১ মে) এর পর থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় ঢুকতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার হাজনাহ মো হাশিম। বাংলাদেশের পাশাপাশি আরও ১৫টি দেশের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

প্রবাসী শ্রমিকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী জানান, মালয়েশিয়া আমাদের জন্য অন্যতম বড় শ্রমবাজার হওয়ায় এই সিদ্ধান্তের ফলে আমাদের বিরাট ক্ষতি হতে যাচ্ছে।

গত বছর বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ছিল দ্বিতীয় বৃহত্তম গন্তব্য।২০২২ সালে দেশটির শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর থেকে প্রায় ৪ লাখ বাংলাদেশি শ্রমিক দেশটিতে কাজ করতে গিয়েছেন।  

নিউ স্ট্রেইট টাইমস জানায়, ১ জুন থেকে বর্তমান কোটার অধীনে নতুন কোনো শ্রমিক নেয়া হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দীন নাসুশন ইসমাইল। অপরদিকে, কোটা পদ্ধতিতে সংস্কার সাধনের পর এবং ৩০ জুন শ্রমিকদের আসার ক্ষেত্রে বিদ্যমান আইনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে শ্রমিক নেয়ার ব্যাপারে চিন্তা করা হবে বলে জানিয়েছেন মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম।

এর আগে ২০২৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার মোট শ্রমিকের ১৫ শতাংশ অন্যান্য দেশ থেকে আগতদের জন্য নির্ধারিত করে দেশটির সরকার।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যমতে, ১৫ মার্চ পর্যন্ত দেশটিতে ২০ লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন।