বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না: রাশিয়া দূতাবাসের বিবৃতি

রাশিয়া দূতাবাস

পয়গাম ডেস্ক: আপডেট: ২২ ডিসেম্বর ২০২২

রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে ঢাকায় দেশটির দূতাবাস মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মতো দেশগুলো যারা বিদেশি শক্তির চাপের মুখেও নিজেদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে বিদেশ ও অভ্যন্তরীণ নিজস্ব নীতিমালা মেনে চলে, তাদের নীতিকে রাশিয়া সমর্থন করে। 

দূতাবাস বলেছে, যেসব দেশ নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে, তারা ‘গণতান্ত্রিক মূল্যবোধের’ অজুহাতে নিজেদের মত ও সিদ্ধান্ত বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দিতে চায়। এর পরিণতিতে স্থিতিশীলতার পরিবর্তে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নৈরাজ্যের পরিস্থিতি দেখা দিয়েছে।