বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এক নম্বরে আছে এবং ভবিষ্যতেও এই স্থান ধরে রাখবে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগে এক নম্বর । আগামীতেও আমাদের বিনিয়োগের এই ধারা অব্যাহত থাকবে।’ বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী, তাই নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও যুক্তিযুক্ত হতে হবে।