বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ : ডুজারিক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক  শুক্রবার ( ৮ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে করা প্রশ্নের জবাবে বলেন,জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তবে  সুনির্দিষ্ট ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ এখন আর পর্যবেক্ষক পাঠায় না ।

তিনি অঅরও জানান,  জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠি তিনি দেখেননি।  

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে এই ব্রিফিং হয়।এ সময় তিনি বলেন,  গণতান্ত্রিক মিত্রদের থেকে সব ধরনের সহযোগিতাকে স্বাগত জানাবে বাংলাদেশ।  

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘না। খুব সম্প্রতি…আমার যতটুকু মনে পড়ে, সুনির্দিষ্ট ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ আর পর্যবেক্ষক পাঠায় না। ’
ব্রিফিংয়ে ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন, ‘কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অব জেনোসাইড এবং ইন্টারন্যাশনাল ডে অব কমেমোরেশন অ্যান্ড ডিগনিটি অব দ্য ভিকটিমস অব দ্য ক্রাইম অব জেনোসাইডের ৭৫তম বর্ষপূর্তি পালন করবে জাতিসংঘ। বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দখলদার বাহিনী (পাকিস্তান) যে কর্মকাণ্ড চালিয়েছে, তাকে গণহত্যামূলক কর্মকাণ্ড হিসেবে স্বীকৃতি দিবে কিনা জাতিসংঘ। ’

জবাবে ডুজারিক বলেন, ‘প্রথমত, এসব ঐতিহাসিক ঘটনার প্রতি এবং এসব ঐতিহাসিক ঘটনায় যারা ভুক্তভোগী, তাদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলছি, অনেক আগের এসব ঘটনা নিয়ে আমি মন্তব্য করব না। ’