বাইডেনের আহ্বান প্রত্যাখান নেতানিয়াহুর 

ইসরায়েলের বিচারবিভাগের সংস্কারের জন্য দেশটির কট্টর ডানপন্থী সরকার যে পরিকল্পনা করেছে তা বাতিল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনের এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি এটি প্রত্যাখানও করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ২৮ মার্চ, মঙ্গলবার নর্থ ক্যারোলিনা রাজ্য সফরের সময় সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলের অনেক শক্তিশালী সমর্থকদের মতো আমিও এই বিষয়ে খুব উদ্বিগ্ন। তারা এই রাস্তায় চলতে পারে না, এবং আমি এটি পরিষ্কার করে দিয়েছি।’ 

বাইডেন আরও বলেন, ‘আমি আশা করি তিনি (নেতানিয়াহু) এই পরিকল্পনা থেকে সরে আসবেন।’ 

নেতানিয়াহু টুইটারে এক বিবৃতির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘ইসরায়েল একটি সার্বভৌম দেশ যেটি তার জনগণের ইচ্ছার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। বিদেশি মিত্র অথবা বিদেশিদের চাপের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’ 

তিনি বিবৃতিতে বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট বাইডেনকে ৪০ বছরেরও বেশি সময় ধরে চিনি। আমি ইসরায়েলের প্রতি তার দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রশংসা করি। শত মত বিরোধ থাকা সত্ত্বেও ইসরায়েল-মার্কিন জোট অটুট ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’ 

নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ডানপন্থী সরকার সম্প্রতি দেশটির বিচারব্যবস্থা সংস্কারের পরিকল্পনা করে। এর ফলে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত সংসদে ভোটের মাধ্যমে বদলে দেওয়া যাবে। এছাড়া নেতানিয়াহুর সরকার বিচারক নিয়োগের ক্ষমতাও সংসদের হাতে দেওয়ার প্রস্তাব করেছে। ইসরায়েলিরা সরকারের এই পরিকল্পনার ব্যাপক বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই সংস্কারের ফলে দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

অবশেষে ২৭ মার্চ, সোমবার ব্যাপক বিক্ষোভের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচারবিভাগের সংস্কার পরিকল্পনা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেন। পরবর্তী সংসদ অধিবেশন পর্যন্ত এই বিল স্থগিত করতে সম্মত হন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান