ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, ফিলিস্তিনপন্থী প্রগতিশীল মার্কিন রাজনীতিবিদদেরসহ ইসরায়েলের শত্রুদের সমর্থন করার অভিযোগ করেছেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাসের সময় যুক্তরাষ্ট্র ভোট দানে বিরত থাকার পর এই অভিযোগ করেছেন তিনি।
নিউইয়র্ক টাইমস পত্রিকায় দেওয়া একটি সাক্ষাতকারে বেন-গভির বলেছেন, ‘বাইডেন প্রশাসন দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের চেয়ে হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মিশিগানের একটি জেলার প্রতিনিধিত্বকারী ফিলিস্তিনি-আমেরিকান ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রাশিদা তালিবের দিকে বেশি ঝুঁকছে।’
২৫ মার্চ, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রমজান মাসের অবশিষ্ট সময়ে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্র সে সময় ভোট দানে বিরত থাকায় উগ্র ডানপন্থী এই মন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
বেন-গভির বলেছেন, ‘বর্তমানে বাইডেন, বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেন-গভিরের থেকে রাশিদা তালিব এবং সিনওয়ারের মতামতকে বেশি পছন্দ করছেন। আমি আশা করি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের পক্ষ না নিয়ে বরং আমাদের পক্ষ নেবেন।’
কট্টর ডানপন্থী এই মন্ত্রী ইসরায়েলের প্রতি বাইডেনের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেছেন, ‘তেল আবিবকে চাপ দেওয়ার চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট প্রচুর ভুল করেছেন।’
বেন-গভির বলেছেন, ‘বাইডেন ইসরায়েলের ওপর বিধিনিষেধ আরোপ করতে চেয়েছিলেন। তিনি অন্য পক্ষের অধিকার সম্পর্কে কথা বলেন। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তাদের মধ্যে অনেক সন্ত্রাসী রয়েছে যারা আমাদের ধ্বংস করতে চায়।’
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ৫ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ৩২ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭৪ হাজার ৯০০ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি