বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় ভ্যানের চালকসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। শনিবার সকালের দিকে মংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মো: সাইদ মোড়ল (৪৫), মো: আজাদ (৩৫) ও ভ্যানচালক মো: মনি (৪৫)। নিহতদের বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস জানান, রামপাল উপজেলার চেয়ারম্যানের মোড় নামক স্থানে একটি দ্রুতগতির মালবাহি ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এতে ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছে।
তিনি আরো বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, রামপাল থানা ও কাটাখালী হাইওয়ে পুলিশ নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করেছে। আহতদের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলাচ্ছে। ঘাতক ট্রাকটি রামপাল থানা পুলিশ জব্দ করেছে।