বিএনপিকে দেওয়া চিঠির বিষয়ে মুখে কুলুপ ইসির

বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছেন না কোনো নির্বাচন কমিশনার (ইসি)। আজ (সোমবার) এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  কাজী হাবিবুল আউয়ালের গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় তা সম্ভব হয়নি। তবে সিইসির পরিবর্তে অন্য কোনো কমিশনারও এ বিষয়ে কথা বলতে চাননি। বিএনপিকে চিঠি দেওয়ার বিষয়ে পুরো কমিশনই যেন মুখে কুলুপ এঁটেছেন।

জানা যায়, অসুস্থ থাকার কারণে আজ অফিসে আসেননি সিইসি। গতকাল (রোববার) স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভারের স্মৃতিসৌধসহ বিকেলে বঙ্গভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন সিইসি। স্মৃতিসৌধে গিয়ে ঘণ্টা দুয়েক দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান সিইসি। এরপর বিকেলে বঙ্গভবনের অনুষ্ঠান শেষে বাসায় ফিরে অসুস্থ হয়ে যান। ডায়াবেটিস বৃদ্ধিসহ পায়ের ব্যথায় তিনি আজ অফিস করতে পারেননি বলে তার দপ্তর সূত্রে জানা গেছে।