বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এবার জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান গণ-আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
এদিকে আন্দোলন সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়নপর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এরপর ১৮ ফেব্রুয়ারি ঢাকা বাদে দেশের সব মহানগরে একই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।