বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা 


১০ দফা দাবি আদায়ে সারাদেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (১১ জানুয়ারি) সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে দলটি।

ইতোমধ্যে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টা ৫০ মিনিটে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়। এটি বিকেল ৩টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গত ডিসেম্বর বিএনপির নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে। আজ যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে গণ-অবস্থান অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, ১০ দফা আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি সারা দেশে কেন্দ্রসহ সব মহানগর, জেলা-উপজেলা ও পৌর শহরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আজকে সরকারের লক্ষ্য একটাই; তারা অন্যায়ভাবে, বেআইনিভাবে জনগণের সব অধিকার হরণ করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

সুসংবাদ হলো বাংলাদেশের বিশিষ্ট নাগরিক, সুশীল সমাজ এগিয়ে আসতে শুরু করেছেন, বলেন তিনি।

ফখরুল বলেন, ১০ ডিসেম্বর আমাদের কর্মসূচি ছিল। সরকারের ষড়যন্ত্র ছিল, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করার পরও বাংলাদেশের মানুষ ১০ ডিসেম্বরের কর্মসূচি সফল করেছেন। লাখ লাখ মানুষ গণমিছিল কর্মসূচিতে অংশ নিয়েছিল।

আসুন আমরা জেগে উঠি। ১৯৭১ সালের যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আসুন আমরা নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা জেগে উঠি।