বিএনপির পরিকল্পনা পুলিশ আগেই জেনে গেছে: আইজিপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা জেনে গেছে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল আল-মামুন। নির্বাচনের দিন তারা বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমান আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছিল বলেও জানান তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে নির্বাচনের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নির্বাচনে নাশকতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বিএনপিকে এ ধরনের কোনো নাশকতা করার সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আইজিপি। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ ছাড়াও নির্বাচনে নিয়োজিত অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করেই নিরাপত্তা নিশ্চিত করা হবে।