পয়গাম ডেস্ক :
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২
ডিবি প্রধান হারুন বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ চাল, পানি ও খাদ্য সামগ্রীসহ ১৫টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার রাত ৮টা ৫০ মিনিটে নয়া পল্টনের সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
ডিবি প্রধান হারুন আরো বলেন, পাঁচ ঘণ্টার অভিযানে বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের অনেকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ছুঁড়ে মারা ইট পাটকেলে আমাদের ৫০ জন সদস্য আহত হয়েছে।