বিএনপির ২০ দলীয় জোট ভেঙে হচ্ছে আরও দুই জোট ‘রাজনৈতিক কৌশল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট ভাঙা-গড়ার রাজনীতি চলছে৷ চলছে নতুন মেরুকরণ৷ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বর্তমানে নিষ্ক্রিয়৷

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকরা দুটি পৃথক ‘জোট’ গঠন করছে। বিশ দল কার্যত ভেঙে দেওয়ার পর ১২ শরিক দল মিলে ‘১২ দলীয় জোট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

আছে নানা গুঞ্জনও। তবে দীর্ঘদিন ধরে একসঙ্গে পথ চলার ২০ দলীয় জোট হঠাৎ ভেঙে দেওয়া ও সমমনা দলগুলোর নতুন জোট গঠন বিএনপির রাজনৈতিক কৌশল বলে মনে করছেন নেতারা।

কয়েকদিন আগে এই জোটের কয়েকটি দলের সঙ্গে নতুন কয়েকটি দল যুক্ত হয়ে গঠন করা হয়েছে ৭ দলের ‘গণতন্ত্র মঞ্চ’। এখন ১২ দল মিলে গঠন করা হচ্ছে ‘জাতীয়তাবাদী ঐক্যজোট’। বৃহস্পতিবার এই জোটের আত্মপ্রকাশ হবে। এ মাসেই নতুন সাতটি দল মিলে ঘোষণা আসছে আরও একটি জোটের। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটেও আছে টানাপোড়েন।