বিএনপিসহ সমমনাদের সমন্বয়ে শিগগির ‘যৌথ ঘোষণা’

নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনকে সফল করতে নানামুখী পরিকল্পনা করছে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো। এবার যুগপৎ আন্দোলনের ‘যৌথ ঘোষণা’ দেবে তারা। এরই মধ্যে বিএনপি ঘোষিত ১০ দফা, গণতন্ত্র মঞ্চের ১৪ দফাসহ অন্যান্য জোট ও দলের প্রস্তাবনাগুলোও এতে সমন্বয় করা হবে। একই সঙ্গে বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র রূপান্তরের ২৭ দফা’র দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, টানা দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়া এবং দু’জনের মধ্যে ক্ষমতার ভারসাম্যসহ মূল কয়েকটি বিষয়ও এ ঘোষণায়ও উল্লেখ করা হতে পারে। এরই মধ্যে ঘোষণার ‘খসড়া’ প্রণয়নে একটি উপকমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি পরবর্তী সময়ে সমমনা সব দলের প্রস্তাবনা নিয়ে রাষ্ট্র রূপান্তরের একটি ‘যৌথ রূপরেখা’ ঘোষণারও পরিকল্পনা রয়েছে দলগুলোর।দলীয় সূত্র জানায়, নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের ‘তিন জোটের রূপরেখা’র আদলের চলমান আন্দোলনের এ যৌথ ঘোষণাপত্রটি তৈরি হবে। অবশ্য তিন জোটের রূপরেখার চেয়ে সুনির্দিষ্টভাবে আরও বিস্তারিতভাবে আন্দোলন ও ক্ষমতায় এলে পরবর্তী করণীয়গুলোও উল্লেখ থাকবে। ইতোমধ্যে বিএনপির সঙ্গে সমমনা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জোটসহ মোট ৩৮টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের সূচনা হলেও যৌথ ঘোষণাটি একই মঞ্চ থেকে দেওয়ার চিন্তাভাবনাও চলছে।