বিক্ষোভকারীদের সাথে ইরানে পুলিশের ব্যাপক সংঘর্ষ

ইরানে কুর্দি অধ্যুষিত শহরগুলোয় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে ব্যাপক সংঘর্ষ চলছে পুলিশের। গত এক সপ্তাহে গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ বিক্ষোভকারীর। খবর বার্তা সংস্থা এপির।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিক্ষোভ দমনে মেশিনগানসহ ভারি অস্ত্র ব্যবহার করছে বিপ্লবী গার্ড। গত সপ্তাহে সাতজন মারা গেছে জাভানরোউদ শহরে। কুর্দিস্তানের আরও বিভিন্ন লোকালয়-গ্রামে মেশিনগানসহ ভারি অস্ত্রশস্ত্র ট্রাকে করে যেতে দেখা যায়। গত সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত এক কিশোরের জানাজায় হাজির হয় হাজার হাজার মানুষ।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে ইরানি তরুণী মাহশা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভ ছড়িয়ে দেশটিতে। এ ঘটনায় প্রায় সাড়ে চার শ’ মৃত্যু ও ১৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।