বিচার বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনার বিরোধিতা করায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। হাজার হাজার ইসরায়েলি দেশটির বিভিন্ন শহরের সড়কে নেমে বিক্ষোভ করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেল আবিবে স্থানীয় সময় রোববার (২৬ মার্চ) গভীর রাতে গায়ে নীল, সাদা রঙের পতাকা জড়ানো বিক্ষোভকারীরা প্রধান একটি মহাসড়ক অবরোধ করে। এছাড়াও তারা সেখানে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়।
সেসময় জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
নেতানিয়াহুর বিচার বিভাগকে সংশোধন করার পরিকল্পনা নিয়ে মাসব্যাপী সংকট চলছে, যা গণবিক্ষোভের জন্ম দিয়েছে। ব্যবসায়ী নেতা এবং প্রাক্তন নিরাপত্তা প্রধানরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এছাড়াও এই বিষয়টিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দেশটির অন্যান্য ঘনিষ্ঠ মিত্ররাও উদ্বেগ প্রকাশ করেছে।
প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করাই ইঙ্গিত দেয় যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সহযোগীরা চলতি সপ্তাহেই পরিকল্পনাটি নিয়ে এগিয়ে যাবে। গ্যালান্ত ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রথম সিনিয়র সদস্য যিনি এর বিরুদ্ধে কথা বলেছিলেন।
সূত্র: আল-জাজিরা