বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী ও অবিবেচনাপ্রসূত: মির্জা ফখরুল

প্রতি মাসে দাম সমন্বয়ের নামে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো গনবিরোধী ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইলসাম আলমগীর।

শুক্রবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের নির্বাচিত নয়। তাই চরম দুর্দিনে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনাপ্রসূত।

তিনি বলেন, বিদ্যুৎখাতে সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল গুনছে জনগণ। অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, বিদ্যুতের দাম বাড়ার ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় ও প্রতিটি জিনিসের দাম আরও বাড়ে যাবে