অনলাইন জগতে পরিচিত মুখ, বিশিষ্ট লেখক অনুবাদ সাংবাদিক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান গতকাল ৭ নভেম্বর (সোমবার) দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর শ্যামলী ট্রমা সেন্টার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
দূর্ঘটনায় ডান হাতের জয়েন্ট ছুটে যাওয়ায় অপারেশন করতে হয়। বর্তমানে তিনি ডাক্তারদের নিবিড় পরিচর্যার জন্য হাসপাতালেই অবস্থান করছেন। তার বড়ভাই মাওলানা শফিকুল্লাহ কাসেমী সুস্হতার জন্য সকলের নিকট দোয়া চেয়ে বলেন, আশা করা যায় অল্প সময়ের মধ্যেই হাসপাতাল হতে রিলিজ হয়ে যাবে। তবে, আপাতত কয়েকদিন বেড রেস্টে থাকতে হবে। সার্বিক সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই।
নিজস্ব প্রতিবেদন