জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একদা নবী (সা.)-এর কাছে কিছু লোক (বৃষ্টি না হওয়ায়) ক্রন্দনরত অবস্থায় এলে তিনি এই দোয়া করেন। বর্ণনাকারী বলেন, অতঃপর তাদের ওপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)। (আবু দাউদ, হাদিস : ১১৬৯)
দোয়া : اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعاً نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ
উচ্চারণ : আল্লাহুম্মাসকিনা গইছান মুগিছান মারিআন মারি‘আন নাফি‘আন গইরাদ দ্বর, ‘আজিলান গইরা আজিল।
অর্থ : হে আল্লাহ! আমাদের বিলম্বে নয়, তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করুন।