রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে আগুনে মারা যাওয়াদের দাফনসহ নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে সরকার। আহতদের দেওয়া হবে চিকিৎসা সেবা। শুক্রবার (১ মার্চ) সাংবাদিকদের এ কথা বলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসাপতালে ভর্তি আছেন ১২ জন।
সবাইকে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। দগ্ধ রোগীদের পর্যবেক্ষণ করে তিনি আরও জানান, এখন পর্যন্ত ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ৮টি মরদেহের মধ্যে ৫টি শনাক্ত করা হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে। আহত ১২ জন্যের মধ্যে ১০ জন রয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং দুই জন ঢাকা মেডিকেলে।