গাজীপুরে টঙ্গীতে একটি পোশাক কারখানায় বেতন দাবির পর কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নোটিশ পেয়ে বিক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।
বুধবার (২০ মার্চ) সকাল নয়টার দিকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। পরে সকাল দশটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী বাজার এলাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কার্যালয়ে অবস্থান নেয়।
জানা যায়, কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। মঙ্গলবার বিকেলে কারখানা মালিক কারখানাটির ১ হাজার ৭শ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের পাওনা বেতন পরিশোধ করেন। এসময় তিনশ শ্রমিককে বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। বেতন পরিশোধের দাবি জানিয়ে সন্ধ্যায় কারখানায় কর্মবিরতি পালন করে ওই ৩০০ শ্রমিক। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার অন্যান্য কর্মকর্তাদের অফিস কক্ষে আটকে রাখেন। পরে বেতন পরিশোধে আশ্বাস দিলে রাত সাড়ে নয়টার দিকে শ্রমিকরা কর্মবিরতি বন্ধ করেন।
পরে, বুধবার সকালে কারখানাটির শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় যান। এসময় কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানার বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর টঙ্গী কার্যালয়ের উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কারখানা মালিকের সাথে কথা বলে সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।