পয়গাম ডেস্ক :
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, একটি বৈশ্বিক সংঘাতের কাছাকাছি পৌঁছে গেছে বিশ্ব। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক বক্তৃতায় গুতেরেস বলেন, চোখ কান খোলা রেখেই একটি বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব সম্প্রদায়।
গুতেরেস বলেন, শান্তির সম্ভাবনা ক্রমশই কমছে। অন্যদিকে উত্তেজনা ও রক্তপাতের সম্ভাবনা বাড়ছে। রাজনৈতিক নেতাদের ‘কৌশলগত দৃষ্টিভঙ্গির’ অভাব ও ‘পক্ষপাতমূলক’ আচরণের কারণে তারা সঠিক পদক্ষেপ নিতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, এই অদূরদর্শী চিন্তা শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন নয় বরং অনৈতিক। তিনি বলেন, বিশ্বের বর্তমান অবস্থার জন্য জাতিসংঘের আন্তর্জাতিক আইন-শৃঙ্খলা না মানার প্রবণতাকে দায়ি করেছেন গুতেরেস।
তিনি আরও বলেন, যদি প্রতিটি দেশ জাতিসংঘের আইন মেনে চললে বিশ্বে শান্তি অবশ্যম্ভাবী। অন্য যে কোন সময়ের তুলনায় ২০২৩ সালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব মানবতা। তাই এখনি আমাদের জেগে উঠতে হবে এবং কাজে লেগে পড়তে হবে।
জাতিসংঘ মহাসচিবে এমন সময় এসব মন্তব্য করলেন যখন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনে ব্যাটেল ট্যাংকসহ বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে।