ভারতীয় জেলেদের ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

জাফনা সাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এতে গুরুতর আহত পাঁচজনসহ কমপক্ষে ১৩ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে দেশটি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পক প্রণালীতে জাফনা সাগরে শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যদের হামলার শিকার হয়েছেন ভারতীয় জেলেরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের নৌকায় নির্বিচারে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। হামলায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলেছে, আহত জেলেরা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জাফনার ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসার তত্ত্বাবধান করছে।

পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের অদূরে মঙ্গলবার ভোরের দিকে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন শ্রীলঙ্কার নৌসেনারা। এই ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি ভারতীয় ৪১ জেলেকে আটক করে  শ্রীলঙ্কার নৌবাহিনী। পরে তাদের ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ফেরত পাঠানো হয়।

প্রসঙ্গত, ‘মাছ আহরণের লড়াইয়ে’ ভারতের সঙ্গে বরাবরই আপোসহীন শ্রীলঙ্কা। দেশটির নৌ-কর্মকর্তারা নিজ দেশের জলসীমায় ভারতীয় জেলেদের দেখলেই গ্রেপ্তার করে নিয়ে যান। দেওয়া হয় মামলা। হয় জেল-জরিমানা। গ্রেপ্তারের সময় নির্যাতনের অভিযোগও আছে। এতে ভারতীয় জেলেদের মধ্যে ‘শ্রীলঙ্কা ভীতি’ তৈরি হয়েছে।

এদিকে, লঙ্কান নৌ-কর্মকর্তারা বিদায়ী বছরে অনুপ্রবেশের রেকর্ড ৫৩৫ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভারতের সরকারি নথিপত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানাচ্ছে, গত ২৯ নভেম্বরও শ্রীলঙ্কায় ১৪১ জেলে বন্দি ছিলেন। এসময়ে ১৯৮টি মাছ ধরার ট্রলারও জব্দ ছিল। গত সেপ্টেম্বরে ৫ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করা হয়। ছেড়ে দেওয়ার আগে সবার মাথার চুল কেটে দেওয়া হয়।

জেলেদের অভিযোগ, তাদেরকে বড় ধরনের অপরাধী হিসেবে মূল্যায়ন করা হয়। গ্রেপ্তার জেলেদের মুক্তি পেতে আর্থিক জরিমানাও গুনতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *