বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির পাঁচ নেতা বারিধারায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বাসভবনে গিয়ে নৈশভোজ করেছেন।বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার ভারতীয় হাইকমিশনের নৈশভোজে অংশ নেন ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপি নেতারা জানান, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে, আগামী নির্বাচন ইস্যুতে তারা সেখানে আলাপ করেন। গত রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করেন। সেই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল আগামী নির্বাচন নিরপেক্ষ করা নিয়ে।
প্রসঙ্গত যে, ইতিপূর্বে গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত্কালে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা বলেন, শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে।