
ভারত ও পাকিস্তান থেকে মোট ৫৮১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটি সরকার টু সরকার (জিটুজি) চুক্তির আওতায় পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। শুল্ক ও ভ্যাট ছাড়াই ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে এ চাল কেনা হবে। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৯৯ ডলার।
এছাড়া, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। মেসার্স গুরুদিও এক্সপোর্ট করপোরেশন প্রাইভেট লিমিটেড প্যাকেজ-৬ এর আওতায় প্রতি মেট্রিক টন ৪৫৪ দশমিক ১৪ মার্কিন ডলার হারে চাল সরবরাহ করবে। খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী এই লেনদেনে ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ২ লাখ টাকা।