ভৈরব নদে ডুবলো কয়লা বোঝাই জাহাজ

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে লাইটার জাহাজ এমভি আর রাজ্জাকের তলদেশ ফেটে এ দুর্ঘটনা ঘটে। ওই জাহাজে ৮২০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

জাহাজটির মাস্টার মো. মুরাদ হোসেন জানান, গত ৮ ডিসেম্বর নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স শেখ ব্রাদার্সের আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা হাড়বাড়িয়া থেকে যাত্রা করে। গত ১০ ডিসেম্বর নওয়াপাড়ায় সরদার মিল ঘাটে জাহাজটি নোঙর করা হয়। ৫ দিন পর শুক্রবার বিকাল ৪টার দিকে ঘাটে লাগানোর সময় তলদেশ ফেটে জাহাজে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।

জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান মো. মুরাদ হোসেন। অভয়নগর থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ নিয়ে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, ভৈরব নদে কয়লা বোঝাই লাইটার জাহাজের তলদেশ ফেটে আংশিক ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। তবে থানায় এখনও লিখিতভাবে কেউ কিছু জানায়নি।