
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে বিদেশি বিনিয়োগের সুযোগ করে দিয়েছে দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটি (সিএমএ)। এই ঐতিহাসিক পদক্ষেপ সৌদি ভিশন ২০৩০-এর অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে সিএমএ।
এই সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশিরা এখন মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানাধীন কোম্পানির শেয়ার বা কনভার্টিবল ডেবট ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে পারবেন। তবে কোনো কোম্পানিতে বিদেশি মালিকানা ৪৯ শতাংশের বেশি হবে না। কৌশলগত বিদেশি বিনিয়োগকারীদেরও এই কোম্পানিগুলোতে শেয়ার কেনার অনুমতি দেওয়া হবে না।
সিএমএ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো বিনিয়োগ উৎসাহিত করা, পুঁজিবাজারের প্রতিযোগিতা বাড়ানো এবং মক্কা-মদিনার উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়ন নিশ্চিত করা। এই সংস্কার সৌদি আরবের তেলনির্ভরতা কমিয়ে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্যেও সহায়ক ভূমিকা রাখবে। ২০৩০ সালের মধ্যে সৌদি আরব ১০০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
হজ ও উমরাহ খাত সৌদি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এটি সৌদি আরবের উন্নয়ন পরিকল্পনায় বিশেষ গুরুত্ব বহন করে। ২০১৯ সালে হজ ও উমরাহ থেকে সৌদি আরব প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করেছিল এবং ২০৩০ সাল নাগাদ ৩ কোটি হজ-উমরাহযাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্য রয়েছে তাদের।
এই সিদ্ধান্ত সৌদি স্টক মার্কেটে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মক্কা-মদিনায় সম্পত্তি মালিকানায় থাকা রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। নলেজ ইকোনমিক সিটির শেয়ার প্রায় ১০ শতাংশ, জাবাল ওমর ডেভেলপমেন্ট কোম্পানির শেয়ার ১০ শতাংশ এবং মক্কা কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির শেয়ার প্রায় ১০ শতাংশ বেড়েছে।