মশা-ছারপোকাসহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব লেগে থাকে চারপাশে। এসবের কামড়ে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। অনেক সময় উপদ্রব থেকে রক্ষা পেতে হাত দিয়ে এসব মেরে থাকেন মানুষজন। মারতে গিয়ে হাতে-কাপড়ে রক্ত লেগে যায়।
কাপড়ে মশার রক্ত লেগে যাওয়ার কারণে কি কাপড় নাপাক হয়ে যাবে এবং এ কাপড় পরে নামাজ আদায় করা যাবে কি?
কিছু মানুষকে বলতে শোনা যায়- ‘তোমার কাপড়ে মশার রক্ত লেগে ছিল; তোমার নামাজ হয়নি।’ তাদের ধারণা, মশার রক্ত লেগে থাকলে নামাজ হয় না। তাদের এ ধারণা ঠিক নয়।
হাসান বসরী (রহ.), আতা ইবনে আবী রাবাহ (রহ.), আবু জাফর (রহ.), উরওয়া ইবনে যুবাইর (রহ.) প্রমুখ তাবেয়ী থেকে বর্ণিত আছে যে, কাপড়ে মশা-মাছির রক্ত লাগলে কোনো সমস্যা নেই। ( মুসান্নাফে ইবনে আবি শায়বা, (মাকতাবাতুর রুশদ,. রিয়াদ) বর্ণনা ২০১৯, ২০২০, ২০২১)
তবে নজরে পড়লে এ রক্ত ধুয়ে নেওয়া যে ভালো তা তো আর বলার অপেক্ষা রাখে না।