মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা র‌্যালি করেছে জামিয়া হযরত বেলাল রা.এর শিক্ষার্থীবৃন্দ

পয়গাম ডেস্ক :

আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা র‌্যালি করেছে জামিয়া হযরত বেলাল রা.’এর ছাত্র শিক্ষক। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় মাদ্রাসা ক্যাম্পাস থেকে এ পতাকা র‌্যালি শুরু হয়।

এই র‌্যালি মূল ফটক থেকে শুরু হয়ে আদর্শগ্রাম ও আশপাশের সকল অলিগলি ঘুরে জামিয়ার নব নির্মিত মসজিদ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত দোয়াথ মধ্য দিয়ে শেষ হয়।

এই সময়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শামছুল আরেফিন খান (সাদী) বলেন, ‘আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।’

আর পাশাপাশি কওমি মাদ্রাসার ছাত্রদের আমাদের সঠিক ইতিহাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্রদের ত্যাগী ও বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল ও সঠিক ইতিহাস জানার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করছি।

সবশেষ মোনাজাতের মাধ্যমে র‌্যালি  সমাপ্ত ঘোষণা হয়।