
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ১৬৬৮ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।
বুধবার (১২ মার্চ) বিকেল পৌনে ৫টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে এক হাজার ৬৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে রাখেছিল।