ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলুম মাদানীনগর মাদরাসায় দুদিন ব্যাপী ইসলাহী জোড় সম্পন্ন হয়েছে । ১৯ নভেম্বর (শুক্রবার) আম বয়ানেব় মধ্য দিয়ে শুরু হওয়া এই বার্ষিক ইসলাহী জোড় ২০ নভেম্বর (শনিবার) রাত ন’টায় আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয় ।
জোড়ে গোটা দেশ থেকেই সালেকিনরা সমবেত হয়েছেন৷ বিশেষ করে নরসিংদী, আড়াইহাজার, রাজশাহী, জামালপুর,শেরপুর, রংপুর ও চট্টগ্রাম থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান জোড়ে অংশগ্রহণ করেন। আগত মেহমানদের থাকা-খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা ছিল বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ৷
প্রতিবারের ন্যায় এবারো ইসলাহী জোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের স্বনামধন্য সদরুল মুদাররিসিন ও ভারতের সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সদর ও শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ.-এর সুযোগ্য সন্তান, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী।
উল্লেখ্য, মাদানী নগর ইসলাহী জোড় একটি আত্মশুদ্ধিমূলক মূলক দ্বীনী তাহরিক ৷ গতানুগতিক মাহফিল ও সভারীতির ঊর্ধ্বে গিয়ে এক ভিন্নধর্মী আয়োজন ৷ রুপরেখা অনেকটা তাবলীগী জোড় সদৃশ৷ উম্মাহর আত্মিক পরিশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বৈচিত্রময় এই জোড়ের প্রবর্তন করেন এদেশের প্রখ্যাত বুজুর্গ মাওলানা ইদ্রিস সন্দিপী রহ. ৷
হযরত মাদানী রহ.-এর হাতে গড়া এই ব্যক্তিত্ব একই সঙ্গে দাওয়াত, তালিম ও তাযকিয়ার মিশন নিয়ে কাজ করেছেন৷ সুলুকেব় মেহনতকে দেশব্যপী বেগবান করার লক্ষে প্রতিষ্ঠা করেছেন “তাহরীকে ইসলাহুল উম্মাহ বাংলাদেশ” নামে অরাজনৈতিক সংগঠন৷
প্রতিবছর তার ভক্ত-মুরিদ অনুসারীদের সম্মিলিত আত্মসংশোধনের লক্ষ্যে ‘তাহরীকে ইসলাহুল উম্মাহর’ ব্যানারে তিনি এই জোড়ের সূচনা করেন। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে শায়খ মাওলানা ইদ্রিস সন্দিপী রহ. প্রতিষ্ঠিত মাদানীনগর মাদরাসায় অনুষ্ঠিত হচ্ছে এই ইসলাহী জোড়৷
সর্বশেষ ইসলাহী জোড়ে আখেরী মুনাজাত করেন আওলাদে রাসূল মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী। প্রতি বছরের ন্যায় এবারও ইসলাহী জোড়ে বয়ান পেশ করেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও মুরুব্বীগন।