মাদ্রাসা-মসজিদ উচ্ছেদ করে ইসলামের অগ্রযাত্রা থামানো যাবে নাঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ 

ভারতে মাদ্রাসা-মসিজদ উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, এভাবে ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দেওয়ার পরিণাম ভাল নয়। ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের হলদোয়ানীতে সরকারী জমিতে থাকা মাদ্রাসা ও মসজিদ উচ্ছেদের এ ঘটনাকে মুসলিম নিধনের নতুন ফাঁদ হিসেবে আখ্যায়িত করে নেতৃবৃন্দ বলেন, একের পর এক এ রকম ফাঁদ তৈরি করে এবং মাদ্রাসা-মসজিদ উচ্ছেদ করে ইসলামের অগ্রযাত্রা কোন ভাবেই থামানো যাবে না।

গতকাল পল্টনস্থ দলীয় কার্যালয়ে দলের এক বিশেষ সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।
সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মতিউর রহমান গাজিপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসীরুদ্দীন খান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আবুল বাশার, মুফতী মুহিউদ্দীন মাসূম, মুফতী জাবের কাসেমী, মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, মুফতী মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা সিদ্দীকুল ইসলাম তোফায়েল ও মাওলানা এবাদুর রহমান প্রমুখ।
সভায় মিয়ানমারের বর্তমান সমস্যাকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে সৃষ্ট পরিস্থিতিতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন জমিয়ত নেতৃবৃন্দ।