মালয়েশিয়ায় আটক ৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্য থেকে ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত একটায় রাজ্যের শাহ আলম এলাকার সেকশন ১২ এর শ্রমিকদের আবাসনে চালানো অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানে ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৩৫ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং একজন ভারতীয়।

এক বিবৃতিতে সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *